সরকার দেশের উন্নয়নের সাথে দেশের অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নেও কাজ করে চলেছে : সদর উদ্দিন খান
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা হিসাবে ৮০ জন ছিন্নমূল, অসহায়, পুঙ্গ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে জন প্রতি ৪ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরন করা হয়েছে।

সরকার দেশের উন্নয়নের সাথে দেশের অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নেও কাজ করে চলেছে : সদর উদ্দিন খান
উক্ত আর্থিক সহায়তা বিতরন অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। সহায়তা বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম এবং হিসাবরক্ষক আহসানুল সুবীরসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে ঈদ উপলক্ষে সহায়তা নিতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গরীব দূঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তা বাংলাদেশে আগে দেখা যায়নি। আগের সরকারগুলো শুধু গরীব দুঃখীদের টাকা মেরে খেয়েছে। আওয়ামীলীগ সরকার তাদের প্রতিনিধিদের মাধ্যমে গরীব দুঃখীদের টাকা তাদের হাতে পৌঁছে দেন।
ঈদ সহায়তা’র টাকা দিয়ে কি করবেন জানতে চাইলে সহায়তা নিতে আসারা বলেন, আমরা গরীব এবং অসহায় মানুষ। ঠিকমত দুই বেলা দুই মুঠো খেতে পাই না। এই টাকা দিয়ে ঈদের বাজার করবো। চেয়ারম্যানের অছিলায় ঈদের দিন পরিবার পরিজন নিয়ে পেট পুরে খেতে পারবো এটাই অনেক বড় বিষয়।

সহায়তা বিতরন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন, আওয়ামীলীগ সরকার কখনও অসহায় ও এতিমের টাকা মেরে খায় না। এই সরকার অসহায় ও এতিম খুঁজে খুঁজে তাদের দরজায় সহায়তা পৌঁছে দেয়। এই সরকার দেশের উন্নয়নের সাথে দেশের অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নেও কাজ করে চলেছে। দেশে এখন কেউ না খেয়ে থাকে না। দেশে এখন সরকারী ভাতা নেওয়া লোকের সংখ্যা কয়েক লক্ষ। আওয়ামীলীগ সরকার দেশের সব শ্রেণীর জনগনের সেবা করতে সর্বদা প্রস্তুত আছে। আপনারা চাইলেই কাঙ্খিত সেবা আপনাদের দোড়গোড়ায় পৌঁছে যাবে। শেখ হাসিনার কাছে ধনী গরীব সবাই সমান।
