মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় যুবক খুন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় যুবক খুন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৫, ২০২৩

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় যুবক খুন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,মাদকের পাওনা টাকাকে কেন্দ্র করে মারুফ হোসেন (৩৫) নামের এক যুবককে ডেকে নিয়ে কৌশলে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। হত্যার পর মারুফের লাশ বালুচরে চাপা দিয়ে রাখা হয়েছিল। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে নাটোরের লালপুর এলাকা থেকে বেনজির আহম্মেদ ওরফে রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় যুবক খুন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় যুবক খুন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 বিকেলে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। গ্রেপ্তার বেনজির দৌলতপুর উপজেলার কাপড়পোড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৫ এপ্রিল রাতে দৌলতপুর উপজেলার

চককৃষ্ণপুর গ্রামের মারুফ হোসেনকে অপহরণ করা হয়। এ ঘটনায় ২৮ এপ্রিল মারুফের স্ত্রী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অপহরণের মামলা করেন। এরপর গত মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় বালুচাপা দেওয়া অবস্থায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে

 

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পুলিশ। লাশটি নিখোঁজ মারুফের বলে পরে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেন।এদিকে র‍্যাব শুরু থেকেই এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পরে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় মামলার প্রধান আসামি বেনজির আহম্মেদকে আজ ভোর পাঁচটার

দিকে নাটোরের লালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বেনজিরের দেওয়া তথ্য অনুযায়ী, দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে মারুফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় যুবক খুন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

আরও পড়ুন: