কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই
কুষ্টিয়ায় দিনে দুপুরে ছুরি মেরে নজরুল ইসলাম শাহ (৪০) নামক এক ব্যবসায়ীর নিকট থেকে ৮৯ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে । সে কুষ্টিয়ার লাহিনী চারা বটতলা এলকার মৃত: নূর মোহাম্মদ শাহ এর পুত্র এবং লাহিনী বটতলার মতিয়া ষ্টোরের মালিক ।

কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই
নজরুল ইসলাম শাহ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে ।
আহত ব্যবসায়ীর পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় নজরুল ইসলাম শাহ দোকানের মাল কেনার জন্য ভ্যানে করে কুষ্টিয়া বড় বাজারের উদ্যেশে রওনা হয় । সে কুষ্টিয়া শহরের চাউলের বর্ডারের ছোট ওয়ারলেস গলিতে পৌঁছালে দুই জন মটর সাইকেলে এসে তার পথ রোধ করে এবং তার কাছে থেকে টাকা ছিনতাই এর চেষ্টা করে । সে সময় নজরুল ইসলাম শাহ তাদের বাঁধা দিলে তারা ধরালো ছুরি দিয়ে তার ডান হাতে আঘাত করে এবং তার কাছে থাকা ৮৯ হাজার টাকা নিয়ে দ্রুত গতিতে ঘটনা স্থল ত্যাগ করে ।
পরবর্তিতে ভ্যান চালক নজরুল ইসলাম শাহ কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং তার পরিবারের সদস্যদের খবর দেয় । তবে ছিনতাইকারীদের সনাক্ত করতে পারেনি ভ্যান চালক বা আহত ব্যবসায়ী ।

এই বিষয়ে আহত ব্যবসায়ীর চাচাতো ভাই সোহেল রানা জানান, প্রচুর রক্তপাত হয়েছে । আমরা এখন চিকিৎসা নিয়ে ব্যস্ত । ডাক্তার বলেছেন ৫/৬ ব্যাগ রক্ত লাগবে । আমরা সাধ্যমত রক্ত সংগ্রহ করার চেষ্টা করছি । রোগীর অবস্থা কিছুটা স্থীতিশীল হলেই আমরা থানায় অভিযোগ দিবো ।
এই বিষয়ে জানতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাহাদৎ হোসেন’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই । তবে বিষয়টা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ । ছিনতাইকারীদের চিহিৃত করে গ্রেফতার পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে ।
