পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ঈদের আনন্দ আরো বেশি ছড়িয়ে দিতে প্রায় ১০ হাজার নারী-পুরুষের মাঝে নতুন শাড়ী ও লুঙ্গি ঈদ উপহার হিসেবে প্রদান করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক কামারুল আরেফিন।

মিরপুরে অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বুধবার (১৯এপ্রিল) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা পানি উন্নয়ন বোর্ডের আমবাগানে তিনি অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে এ ঈদবস্ত্র বিতরণ করেন কামারুল আরেফীন।
এসময় কামারুল আরেফিনের সহধর্মীনি সামসুন্নাহার শেফালী আরেফিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সহ কুষ্টিয়া জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রায় ১০ হাজার নতুন শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন কামারুল আরেফিন। ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ এসব নতুন পোশাক পেয়ে তারা খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়ে। এসময় বৃদ্ধ-বণিতা শ্রমজীবীরা জননেতা কামারুল আরেফীন এর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক কামারুল আরেফিন বলেন শুধু ১০ হাজার শাড়ি লুঙ্গি নয় যারা আমার কাছে আসবে তারা কেউ যেন খালি হাতে ফিরে না যায় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
