মিরপুরে আগুন লেগে ক্ষতি গ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরন
কুষ্টিয়া মিরপুর উপজেলা পোড়াদহ ইউনিয়নে বেলগাছী, হাজরাহাটি ও আহাম্মদপুরে গত মঙ্গলবার ১১ ই এপ্রিল এবং বুধবার ১২ ই এপ্রিল আগুল লেগে ১১ টি পরিবারের বসত ভিটা পুড়ে ভস্মীভূত হয় এবং সেই সাথে আনুমানিক ১৫০ বিঘা জমির পানের বোরজ পুড়ে নিমিষেই শেষ হয়ে যায় । এতে করে প্রায় ৭ থেকে ১০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী ঐ পরিবার এবং ক্ষতিগ্রস্থ কৃষকেরা ।

মিরপুরে আগুন লেগে ক্ষতি গ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরন
ক্ষতিগ্রস্থ ১১টি পরিবার এবং ৯০ জন কৃষকের মাঝে সোমবার ১৭ ই এপ্রিল বিকাল ৪ টার সময় কুষ্টিয়া জেলা পরিষদ, মিরপুর উপজেলা পরিষদ ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এর ব্যক্তিগত উদ্যোগে দ্বিতীয় বারের মত সহয়তা প্রদান করা হয়েছে ।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে শাড়ী, লুঙ্গি, চিনি, চাল, ডাল তেল ও সাবান প্রদান করা হয়েছে । এছাড়াও ক্ষতিগ্রস্থ কৃষকেরা যেন পরবর্তি ফলস চাষ করতে পারে সেই লক্ষে মিরপর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ কৃষককে ২৫ কেজি সার ও ৫ কেজি ধান বীজ দেওয়া হয়েছে এবং মিরপুর উপজেলা সমাজ সেবা অফিসের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৬৫০ টাকা সহ মিরপুর উপজেলা সমিতি ঢাকা’র পক্ষ থেকেও ঈদ উপহার তুলে দেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন ।

এদিকে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আরো বেশী বিপাকে পড়েছেন ভুক্তভোগী ঐ সমস্ত পরিবার গুলো । এনজিও’র প্রতিনিধিরা প্রতিনিয়ত লোনের কিস্তির টাকা পরিশোধ করার জন্য বিভিন্ন ভাবে তাদের উপর চাপ প্রয়োগ করছে বলেও জানান ভুক্তভোগীরা ।
তবে এনজিও’র কিস্তি নিয়ে আপতত দূঃচিন্তা করা লাগবে না বলে আশ্বাস দেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন । তিনি ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন, আপনারা এনজিও গুলো নাম আমাদেরকে জানাবেন । আমি এবং উপজেলা নির্বাহী অফিসার তাদের সাথে কথা বলে আপনাদের জন্য একটা নির্দিষ্ট সময় নিয়ে দেবো, তারা সেই সময়ের মধ্যে আপনাদের কাছে কিস্তির টাকার জন্য আসবে না । আমি থাকতে তারা অত্যাচার নির্যাতন করে টাকা নিতে পারবে না ।
সহয়তা প্রদান কালে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, মিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন, মিরপুর উপজেলার সমাজ সেবা অফিসার জামসেদ আলী, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন ও আবুল কাশেম জোয়ার্দার, পোড়াদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য দেলওয়ার হোসেন দুলাল এবং উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

দূঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা । তারা বলেন, বিপদের পর থেকেই আমারা উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন’কে সব সময় আমাদের পাশে পাচ্ছি । তিনি যদি আজ আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে এই বিপদ থেকে ঘুরে দাঁড়ানো সাহস পেতাম না । তিনি আমাদের জন্য যা করেছেন তা বলে শেষ করা যাবে না ।

সহায়তা বিতরন কালে ক্ষতিগ্রস্থ কৃষকদের উদ্দেশ্যে মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন বলেন, কৃষি ব্যাংকের সাথে কথা বলে আপনাদের লোন করিয়ে দেওয়ার ব্যবস্থা নিবো । আমরা সবাই আপনাদের বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছি । আপনাদের আপতত যে সহয়তা দেওয়া হলো তাতে করে আপনার অন্তত দুই মাস চলতে পারবেন । আমি আশা করি এই দুই মাসে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন । আপনাদের ঘুরে দাঁড়ানোর জন্য যা যা সহায়তা প্রয়োজন তা আমি করবো । আপনাদের জন্য আমাদের সহায়তা অব্যহত ভাবে চলমান থাকবে ।
