কুষ্টিয়া আন্ত জেলা বৈদ্যুতিকতার চুরি সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার
কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটারের দামী তার চুরি করে আসছে একটি চোর সিন্ডিকেট। পুলিশ এই আন্ত জেলা তার চুরি সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চুরিকৃত বৈদ্যুতিক তার ও চুরির সরঞ্জাম ও একটি মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া আন্ত জেলা বৈদ্যুতিকতার চুরি সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার
বুধবার বেলা ১২টায় নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরদলকে ধরার জন্য পুলিশ লেগে ছিলো। অবশেষে গেল রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, বাড়াদী উত্তরপাড়া গ্রামের আরিফুল ইসলামের ছেলে হাফিজুর রহমান দিপু, হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত আনোয়ারের ছেলে শাহিন, থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার আব্দুস সালামের ছেলে মিনারুল, নতুন বাঁধ এলাকার মৃত বছির সরদারের ছেলে কালাম সরদার (৫০), ইবি থানাধীন মনোহরদিয়া পশ্চিমপাড়া গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে তুহিন, আমলাপাড়ার সাইদুরের ছেলে সোহাগ, মিলপাড়া পুলিশ ফাঁড়ী এলাকার মৃত মান্নানের ছেলে হাসান। কালাম সরদার ছাড়া বাকী ৫ জনই যুবক। চুরির একাধিক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

