কুমারখালীতে আ.লীগের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত
বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক তৃণমূল পর্যায়ে পৌছানোর লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেলে পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগ।

কুমারখালীতে আ.লীগের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন।
পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ টিপু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেনসহ প্রমুখ।
আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, জিয়াউর রহমান ও বিএনপি সরকার পর্দার আড়ালে থেকে দেশের গণতন্ত্র ও উন্নয়ন নষ্ট করেছে। দেশে সরকার আসবে, যাবে, কিন্তু শেখ হাসিনা একজনই। তিনি (শেখ হাসিনা) শুধু দেশের কথা ভাবেন, মানুষের কথা ভাবেন।

সেজন্য বিগত সকল সরকারের অন্ধকার পিছনে ফেলে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাচ্ছে। সেজন্য সকল ষড়যন্ত্র পিছনে ফেলে ও নিজেদের মধ্যে দলাদলি-বিভেদ ভুলে নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার উন্নয়নকে জনগণের দৌড়গড়াই পৌছে দিতে হবে।
