ইবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত তিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত তিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৩
ইবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত তিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের কয়েকজন শিক্ষার্থীকে অতর্কিত ভাবে হামলার অভিযোগ উঠেছে। এতে ভোরের ডাকের সাংবাদিকসহ মোট তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজিত ‘অবতরণিকা উৎসব’ চলাকালে এ ঘটনা ঘটে।

ইবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত তিন

ইবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত তিন

ইবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত তিন

অভিযোগ সূত্রে জানা যায়, ‘বাংলা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের সিআর তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অতর্কিত ভাবে কয়েকজন শিক্ষার্থীর উপর লাঠি ও বাঁশ দ্বারা হামলা চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে সাংবাদিক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রানা আহম্মেদ অভি, মুশফিকুর রহমান ও সাব্বির রহমান শাওনসহ তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালীন হুট করেও আমাদের উপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে উঠার আগেই তারা বাশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে । এই হামলা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে গুরুতর কিছু দেখলে আমি সদরে হাসপাতালে স্থানান্তর করে দিবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে। ওদের লিখিত অভিযোগ দিয়েছো। লিখিত অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: