কুষ্টিয়ায় ৩য় ডিডিবি-বিএফ জাতীয় বিতর্ক উৎসব ও আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত
ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ(ডিডিবি) ও বেটারমেন্ট ফাউন্ডেশন(বিএফ) কর্তৃক আয়োজিত “৩য় ডিডিবি-বিএফ জাতীয় বিতর্ক উৎসব ও আর্ট কম্পিটিশন-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় ৩য় ডিডিবি-বিএফ জাতীয় বিতর্ক উৎসব ও আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত
১১ মার্চ শনিবার সকাল ৮.৩০ থেকে বিকাল ৬ টা পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে,এই ৩য় ডিডিবি-বিএফ জাতীয় বিতর্ক উৎসব ও আর্ট কম্পিটিশন ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত বিতর্ক উৎসব ও আর্ট কম্পিটিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিন উদ্দিন, প্যানেল মেয়র, কুষ্টিয়া পৌরসভা, জনাব লাল মোহাম্মদ, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক, কুষ্টিয়া সরকারি কলেজ, জনাব এ্যাড. মোঃ নিজাম উদ্দিন, অতিরিক্ত পিপি, কুষ্টিয়া জর্জ কোর্ট।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আমানুর আমান, লেখক, গবেষক ও উপদেষ্টা, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ।

উক্ত আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আনসার হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কুষ্টিয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ,জনাব মোঃ আনিচুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া সদর থানা আওয়ামীলীগ, জনাব আতিকুর রহমান অনিক সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম শামীম রানা, মহাসচিব, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ।
