দৌলতপুরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২৩
দৌলতপুরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রবিবার বিকেল ৪টায় এ মেলার উদ্বোধন করেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্।

দৌলতপুরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দৌলতপুরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দৌলতপুরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্।

বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন অুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

আলোচনা সভার আগে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।