ওয়ার্কার্স পার্টি নেতা খাইরুল ইসলাম খসরু’র প্রয়ান স্মরণে সভা
অধিকার বঞ্চিত শোষিত মানুষের শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমৃত্যু স্বপ্ন লালিত বিপ্লবী সেনা বাংলাদেশ ওয়াকার্স পাটি কুষ্টিয়ার অন্যতম নেতা ও মানবাধিকার নাট্য পরিষদ হাটশ হরিপুর ইউনিয়ন শাখার অন্যতম সদস্য খাইরুল ইসলাম খসরু’র ১২ তম প্রয়ান স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কার্স পার্টি নেতা খাইরুল ইসলাম খসরু’র প্রয়ান স্মরণে সভা
শনিবার বিকেল ৪টায় হাটশ হরিপুর বাজার প্রাঙ্গনে খাইরুল ইসলাম খসরু স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে এবং বজলুর রহমান বজলারের সভাপতত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, কমরেড হাফিজ সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম,জাতীয় কৃষক সমিতি কুষ্টিয়ার সভাপতি এহসানুল হক জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল হক, মানবাধিকার নাট্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাইয়ুম, হাটশ হরিপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবু তৈয়ব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জীবদ্দশায় আমৃত্যুকাল ধরে খসরু ভাই হরিপুরের মাটি ও মানুষের কথা বলতেন, মানুষকে ভালোবাসতেন , সেই সাথে নাগরিক জীবনের নানা দাবি আদায়ে গড়ে উঠা সংগ্রামে তিনি ছিলেন অগ্রগামী এক যোদ্ধা। হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর আন্দোলনসহ নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটির অন্যতম নেতা ছিলেন তিনি।
তিনি একাধারে অসাম্প্রদায়িক মুক্ত চিন্তার নীতি আদর্শ লালিত স্বপ্নকে বুকে ধারন করার সংগ্রামে ছিলেন অবিচল। আজীবন সংগ্রামী খসরু ভাইয়ের এই স্মরন সভাটি পরিচালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী হাসান আলী।
