কুষ্টিয়ায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ
কুষ্টিয়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

কুষ্টিয়ায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন কর্র্তৃক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
এরই অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফ-উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাসরিন বানু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকুসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পরেই কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলীর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ-জামান, শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, আওয়ামীলীগ নেতা খন্দকার ইকবাল মাহমুদ, হাবিবুল হক পুলক, তরিকুল ইসলাম মানিক, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।
এরপর কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে একে একে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জানাগেছে, ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়। এদিকে এ উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
