- কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৫, ২০২৪

মিরপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের সামনে যাত্রাবাহী বাস ও পাখি ভ্যানের মুখোমুখি সংর্ঘষ ঘটে। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে, এতে পাখি ভ্যানচালক শরিফ উদ্দিন শুকু মাল (৬৩) ঘটনাস্থলে নিহত হয়। সে ধুবইল ইউনিয়নের ধুবইল স্কুলপাড়ার মৃত ইউসুফ আলী তুফান মালের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুকু মাল পাখিভ্যান চালিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। উক্তস্থানে পৌঁছালে বিপরীত মুখি ছায়াপথ (রাজশাহী-ব-৫৬৫০) নামে যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক শুকু মাল নিহত হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।