নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন। তার বাড়ির চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হওয়ায় পরিবার-পরিজন নিয়ে ৮দিন ধরে অবরুদ্ধ হয়ে আছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ক্ষমতার দাপটেই তাদের কেনা রাস্তার জমির উপর ইটের দেয়াল দিয়ে বন্ধ করে রেখেছেন এলাকার প্রভাবশালী মোমেন।এতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি থেকে বের হতে পারছেন না পরিবারের সদস্যরা। অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন কাটছে অসহায় এই পরিবারটি। জানা গেছে, কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মৌজার- ৪৪৭৪ দাগের পিটিআই রোডের মোহাম্মদ আবদুল রহিম সড়কের ০.৬১একর জমির মালিক প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন। সেখানেই দীর্ঘ ১৭ বছর ধরে ছেলে-মেয়ে ও পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করে আসছেন তিনি। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জোরপূর্বক ইটের দেয়াল তুলে ওই পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছেন এলাকার প্রভাবশালী মোমেন। এতে অসহায় জীবন যাপন করছে ভুক্তভোগী পরিবার। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ভুক্তভোগী নাজমা খাতুন বলেন, ক্রয়কৃত এই জমিতে দীর্ঘ ১৭ বছর ধরে ছেলে-মেয়ে ও পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করে আসছি এখানে। হঠাৎ করেই ৮ দিন আগে ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী মোমেন। তার কাছে অসহায় হয়ে নিজ বাড়িতেই ৮ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় আছি আমরা। এর থেকে মুক্তি চাই আমরা। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে মোমেনের সাথে কথা বলা হলে তিনি জানান, নিজের জমির সীমানা নির্ধারণের পরই জমিতে ইটের দেয়াল তুলেছি। তবে জমির কাগজপত্র দেখাতে পারেননি মোমেন। কুষ্টিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল হক মুরাদ বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে কেউ কারো জায়গায় দেয়াল তুললে এতে আমাদের কিছুই করার নেই। কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, কারো চলাচলের রাস্তা বন্ধ করার সুযোগ নেই। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
