খোকসায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) খোকসা পৌরসভা চত্বরে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

খোকসায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তারিকুল ইসলাম এর পরিচালনায় এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস বিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনছার প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে আওয়ামীলীগের ৭৪ তম জন্ম দিন উদযাপন উপলক্ষে কেক কাটেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম একটি রাজনৈতিক দল। যা আজ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। হাটি হাটি পা পা করে ৭৪ বছরে পা দিল। অথচ প্রাচীনতম দলটিকে নিয়ে বিএনপি জামাত শিবির আজ নোংরা খেলায় মেতে উঠেছে। তারা যদি মনে করে আওয়ামী লীগ বানের জলে ভেসে এসেছে, তাহলে সেটা তাদের ভুল ধারণা।

বাংলাদেশ যখনই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণের মায়া ত্যাগ করে দেশ রক্ষার্থে এগিয়ে এসেছে। নির্বাচনকে সামনে রেখে সেই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আবার চাঙ্গা হয়ে উঠেছে। তারা আওয়ামী লীগ এবং দেশবিরোধী বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বিদেশী রাষ্ট্রগুলোর কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তারা কেন বারবার ভুলে যায়, এই আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে।
আওয়ামী লীগকে কেউ কোনদিন ষড়যন্ত্র করে দাবিয়ে রাখতে পারে নাই। তাদের ষড়যন্ত্র সফল হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে, সমস্ত ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য। আওয়ামী লীগের ইতিহাস কেউ বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে পারবে না। আর সেই চেষ্টা যদি কেউ করে তাহলে তাদেরকেই বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলা হবে। তাদের বাংলার মাটিতে কোন জায়গা হবে না।
বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান আরো বলেন, শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত হওয়ার পথে। দেশের উন্নয়ন দেখে বিএনপি-জামাতদের ঘুম হারাম হয়ে গেছে। তাই তারা দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে, ক্ষমতার লোভে বিদেশীদের কাছে ধরনা দিতে শুরু করেছে। দেশের জনগণ জানে বিএনপি জামাত শাসনামলে দেশের কি উন্নয়ন হয়েছিল। বিএনপি জামাত শাসন আমলে দেশ ও দেশের সম্পদ শুধুই লুটপাট হয়েছে। দেশের উন্নয়ন দেখে আজ তাদের ঘুম হারাম।
