কুষ্টিয়া জিলা স্কুল জামে মসজিদের ৭ম বর্ষপূর্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার(১১ মার্চ) কুষ্টিয়া জিলা স্কুল জামে মসজিদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭ বছর পূর্বে ঠিক আজকের এই দিনের মতোই মসজিদের প্রতিষ্ঠার প্রথম দিনটিও ছিল শুক্রবার। আলহামদুলিল্লাহ্ অল্প সময়ের মধ্যেই মসজিদটির সকল উপকরণ সহিত সার্বিক গঠন কার্যক্রম সম্পাদন হয়েছে।

কুষ্টিয়া জিলা স্কুল জামে মসজিদের ৭ম বর্ষপূর্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্কুলের জামে মসজিদে কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্র এসোসিয়েশন, কালপুরুষ – কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ এবং গড়াই ক্রীড়া সংসদের পক্ষ থেকে স্কুল সংশ্লিষ্ট সকল মরহুম-মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ যোহর সালাত আদায় শেষে দোয়া, মোনাজাত বাদ তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষে এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ও মসজিদের খাদেম এবং বিশিষ্ট সমাজসেবক গোলাম মাহমুদ রুবেলের সার্বিক দিক নির্দেশনায় এবং ২০০৬ ব্যাচের শিক্ষার্থী কালপুরুষ – কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং গড়াই ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের সহযোগিতায় দোয়া মাহফিল ও তবারক বিতরণী অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক মুসল্লী অংশগ্রহণ করে।

এসময় স্কুলের প্রাক্তন বর্তমান এবং প্রয়াত ও জীবিত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কল্যাণে দোয়া করা হয়। এছাড়াও আজকের দোয়া মাহফিলে সহযোগিতা এবং প্রচার কার্যক্রমে সহায়তার জন্য জনপ্রিয় সামাজিক সংগঠন কালপুরুষ – কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ এবং ক্রীড়া সংগঠন গড়াই ক্রীড়া সংসদের কর্মী সংগঠকদের জন্য দোয়া এবং সংগঠনের মানবিক উদ্যোগগুলোর সফলতা কামনা করে মোনাজাতে।
দোয়া মাহফিল সম্পন্ন করেন কুষ্টিয়া জিলা স্কুল মসজিদের পেশ ইমাম সাহেব। তবারক বিতরণীতে সহযোগিতা করে স্কুলের বর্তমান ছাত্র এবং গড়াই ক্রীড়া সংসদের সংগঠক লাবীব আল মাহমুদ, শাহ মোহাম্মদ-ই-নুর এবং তানজিদ আলম৷ প্রতিবছর এর ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের চমকপ্রদ আয়োজনের ঘোষণা দেন খাদেম জনাব গোলাম মাহমুদ রুবেল।
