ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ বছরের শিশু মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে। সোমবার শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার মামলা হয়। বর্তমানে শিশুটি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
রবিবার সন্ধ্যার আগে ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর খাঁনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বসবাসরত মো.ছামু ন্যাংড়ার ছেলে মো. আলিফ (৪০) ডেকে নিয়ে ৬ বছরের শিশু মেয়েকে ধর্ষন করেছে। শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনা জানাজানির পর থেকেই অভিযুক্ত আলিফসহ পরিবারের সদস্যরা বাড়ী ছেড়ে পলাতক রয়েছে।
ধর্ষনের শিকার শিশুটির বাবা পেশায় একজন ভ্যানচালক তিনি বলেন, অভিযুক্ত আলিফের সেলুনের দোকানের সামনে আমার মেয়েটি খেলা করছিলো। এসময় নাপিত আলিফ তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করে। গত সোমবার শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মঙ্গলবার সকালে শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![]()
ভেড়ামারা থানার ওসি তদন্ত আকিবুল ইসলাম বলেন-মামলা হয়েছে, অভিযুক্ত পলাতক রয়েছে। তবে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
