কুমারখালী প্রতিনিধি ॥ চাপড়া, বাগুলাট, যদুবয়রা, পান্টি, চাঁদপুর ও খোকসার ওসমানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জাহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,
কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ, বাগুলাট ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম সরোয়ার মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যদুবয়রা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, পান্টি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিলন, বাগুলাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রবিউল ইসলাম, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সালেহীন মিয়া সেলিম,
কুমারখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, কুমারখালী থানা ছাত্রদলের সদস্য সচিব আবু কাওসার আপু, খোকসার ওসমান পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ তৈয়ব আলী সরকার। উক্ত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নির্বাচনী কর্মপন্থার দিক নির্দেশনা দেয়া হয়।
