কুমারখালীতে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বর, ৫ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়া কুমারখালীতে বাল্যবিয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আমিরুল আরাফাত এ আদেশ দেন।

কুমারখালীতে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বর, ৫ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের আব্দুল খালেক এর মেয়ের সঙ্গে উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া গ্ৰামের মৃত- মিজান শেখের ছেলে বিপ্লব শেখ (২২) এর সঙ্গে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। কনে খোরশেদ আতিয়ার রহমান বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ আয়োজকেরা পালিয়ে যান। এই সময় ছেলের দুলাভাই হরিপুর গ্ৰামের ওবাইদুল শেখ (৩৮) কে ৫ হাজার জরিমানা করা হয় এবং দুই জন কে মৌখিক ভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে। বর মুকুট ফেলে পালিয়ে যায় সেই সময় অভিযান চালিয়ে ছেলের দুলাভাই কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুই জন কে মৌখিক ভাবে সতর্ক করা হয়।
