কুমারখালীতে ৫ জুয়াড়ি আটক করেছে থানা পুলিশ
কুষ্টিয়া কুমারখালী চাপড়া ইউনিয়নের উত্তর পার সাওতা গ্রাম থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

কুমারখালীতে ৫ জুয়াড়ি আটক করেছে থানা পুলিশ
শুক্রবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাওতা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থান থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১ হাজার ৯০০ শ’ ৯০টাকা সহ ৫ জন জুয়াড়িকে আটক করে কুমারখালী থানা পুলিশ।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন হোসাইন বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাপড়া ইউনিয়ন উত্তর পার সাওতা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ জন জোয়ারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মামলা নাম্বার -৫, পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
![]()
