৫ জাসদ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার সকাল নয়টায় ফিলিপনগর মরিচা ডিগ্রী কলেজ মাঠে কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ ইয়াকুব আলী সহ পাঁচ জাসদ নেতার ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় শহীদ ইয়াকুব আলী ট্রাস সভাপতি শরিফুল কবীর স্বপন সভাপতিত্বে প্রধান অতিথি ৭৫, কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ।

বিশেষ অতিথি দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট সাধারণ সম্পাদক শহীদ ইয়াকুব আলীর সন্তান সঞ্চালক ইউসুফ আলী রুশো, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুনঃ
