কুষ্টিয়া শহর ৪নং ওয়ার্ড আ.লীগের শোকাবহ আলোচনা সভা
আগস্ট মানেই শোকের মাস। কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের আলোচনা কর্মসূচি ঘোষণা করেছে। মাসব্যাপী কর্মসূচির ২য় দিনে, বুধবার (০২ আগস্ট) সন্ধার পর মুসলিম হাইস্কুল মাঠ প্রাঙ্গনে কুষ্টিয়া শহর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া শহর ৪নং ওয়ার্ড আ.লীগের শোকাবহ আলোচনা সভা
অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরামুল হক রঞ্জন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফুল ইসলাম নয়ন এর পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। এতে প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল ও যুগ্ম সাধারন সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান লাবু।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন, শহর ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এনাম হান্নান বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদৌলা তরুন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার ও সাধারণ সম্পাদক মানব চাকী, সাবেক ছাত্র লীগ নেতা মীর সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় অনুষ্ঠানে সার্বিক উপস্থাপন করেন, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জীবনে নেমেছিলো কালোরাত। সেদিন জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে সহ তার পরিবারের সদস্যদের ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না। ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে খান্ত হয়নি, বার বার চেষ্টা চালিয়েছে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার। কথাই আছে রাখে আল্লাহ মারে কে, আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে সকল পরিশ্রম করছেন।
![]()
জামাত-বিএনপির দোষররা আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের কোন ষড়যন্ত্র আর সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠিত হবে। শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তরিত করে আওয়ামী দলীয় অঙ্গ সহযোগী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান বক্তারা।
