৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৬, ২০২৩
৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

কুষ্টিয়া সদর উপজেলার একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক দীপংকর চ্যাটার্জি ভুল ব্যাংক একাউন্ট নম্বরে ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০টাকা পাঠান। অন্য একাউন্টে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের তত্ত্বাধায়নে ভুল একাউন্টে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন পুলিশ।

৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

বুধবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম জানান, কাঙ্ক্ষিত ব্যাংক একাউন্ট নম্বরের পরিবর্তে ভুলবশত ওপর একটি ব্যাংক একাউন্ট নম্বরে ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা পাঠিয়ে দেন দীপংকর। পরে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

একাউন্ট নাম্বারটি যাচাই করে দেখা যায় সেটি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আওতাভুক্ত এক ব্যক্তির। পরে বিষয়টি নিয়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন: