কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার চৌধুরী পাড়ার জিন্নাত চৌধুরীর পুত্র সেলিম চৌধুরী আকাশ (২২) এবং আটিগ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র সজীব আলী (২৫)।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব সূত্রে জানাযায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০৯:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পৌরসভাধীন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কুষ্টিয়া টু মেহেরপুর সড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে ৩০০ পিস ইয়াবা যাহার মূল্য আনুমানিক ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা সহ জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
![]()
