কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড
কুষ্টিয়া কুমারখালী সেরকান্দি গ্ৰামে নিষিদ্ধ ট্যাপেন্ডা ট্যাবলেট সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড
রবিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় কুমারখালী পৌর ৬ নং ওয়ার্ড গোহাট মাঠে ট্যাপেন্ডা ট্যাবলেট সেবনের সময়। কুমারখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলো, কুমারখালী শেরকান্দি গ্ৰামের আবু তালেব এর ছেলে মোঃ বিপ্লব শেখ (২৬) ও রব্বেল শেখের ছেলে আবু কালাম (৪৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম, থানার পরিদর্শক ( তদন্ত) সুকল্যাণ বিশ্বাসসহ প্রমূখ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম আকিব জানান, থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী কে আটক করে। নিবার্হী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে , আটককৃত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান চলমান রয়েছে, সামনের দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
![]()
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে একশো টাকা জরিমানা করা হয়। মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬)১ সারনী ১০ (ক) ধারায় তাদের কে সাজা দেওয়া হয়েছে।
