কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৬, ২০২৩
কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড

কুষ্টিয়া কুমারখালী সেরকান্দি গ্ৰামে নিষিদ্ধ ট্যাপেন্ডা ট্যাবলেট সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ২ জনকে তিন মাসের কারাদণ্ড

রবিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় কুমারখালী পৌর ৬ নং ওয়ার্ড গোহাট মাঠে ট্যাপেন্ডা ট্যাবলেট সেবনের সময়। কুমারখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে।

দণ্ডপ্রাপ্তরা হলো, কুমারখালী শেরকান্দি গ্ৰামের আবু তালেব এর ছেলে মোঃ বিপ্লব শেখ (২৬) ও রব্বেল শেখের ছেলে আবু কালাম (৪৮)।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম, থানার পরিদর্শক ( তদন্ত) সুকল্যাণ বিশ্বাসসহ প্রমূখ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম আকিব জানান, থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী কে আটক করে। নিবার্হী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে , আটককৃত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান চলমান রয়েছে, সামনের দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে একশো টাকা জরিমানা করা হয়। মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬)১ সারনী ১০ (ক) ধারায় তাদের কে সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: