র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বছরের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বছরের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৭, ২০২৩
র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বছরের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বছরের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি মোস্তফা দেওয়ান (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। মোস্তফা দেওয়ান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি এলাকার রসুল দেওয়ানের পুত্র।

র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বছরের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বছরের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বছরের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০০৮ তারিখে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দৌলতদিয়া ঘাট এলাকায় বাসে তল্লাশি চালিয়ে মোঃ মোস্তফা দেওয়ান এর নিকট হতে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব বাদী হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় একটি মাদক মামলা দায়ের করে, যার মামলা নং-১৩, তারিখ ১৩ জুলাই ২০০৮, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ) ধারা। উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০১১ সালের ২৭ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রাজবাড়ী এর বিজ্ঞ বিচারক আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এবং সিপিএসসি, র‌্যাব-১০, কেরানীগঞ্জ এর যৌথ অভিযানে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার দিঘিরপাড় চর হতে গত ২৫ জুন ২০২৩ ইং তারিখ রাত ১২:১০ ঘটিকায় পলাতক আসামি মোস্তফা দেওয়ান কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: