দৌলতপুর থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের এস আই সেলিম রেজা অফিসার ফোর্সের সহযোগীতায় প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মহাজের পাড়া গ্রামের নাজিম উদ্দীন এর ছেলে নওশাদের বসত ঘরের ভিতর থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

দৌলতপুর থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার
এ বিষয়ে এস আই সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি প্রাগপুর এলাকার এক বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়বিক্রয়ের জন্য রাখা হয়েছে। বিষয়টি অফিসার ইনচার্জ মজিবুর রহমান সাহেবকে অবগত করে সঙ্গীয় অফিসার, এস আই সাব্বির, কং জামিরুল ও প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আশাফুজ্জামান মুকুল সরকার উপস্থিতিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করিলে নওশাদের বাড়ি থেকে একটি সাদা রং-এর একটি প্লাস্টিক বস্তায় রাখা ১২০ বতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, আমার নেতৃত্বে, এস আই সেলিম রেজা সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করে ১২০ বতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ বিষয়ে দৌলতপুর থানা মাদক আইনে একটি মামলা হয়েছে।

