কুষ্টিয়ায় ৯৩ ব্যাচের ১০ জেলার বন্ধু মিলন মেলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ৯৩ ব্যাচের ১০ জেলার বন্ধু মিলন মেলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৩
কুষ্টিয়ায় ৯৩ ব্যাচের ১০ জেলার বন্ধু মিলন মেলা

কুষ্টিয়ার মিরপুরে এসএসসি ১৯৯৩ সালের শিক্ষার্থীদের উদ্যোগে খুলনা বিভাগের ১০ জেলার বন্ধুদের নিয়ে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে “অনুভূতির ৯৩ বন্ধু”।

কুষ্টিয়ায় ৯৩ ব্যাচের ১০ জেলার বন্ধু মিলন মেলা

কুষ্টিয়ায় ৯৩ ব্যাচের ১০ জেলার বন্ধু মিলন মেলা

কুষ্টিয়ায় ৯৩ ব্যাচের ১০ জেলার বন্ধু মিলন মেলা

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপি “অনুভূতির ৯৩ বন্ধু” আয়োজনে মিরপুর উপজেলার আমলা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তৃতীয় বারের মতো এ আয়োজনে “অনুভূতির ৯৩ বন্ধু” সভাপতি কাঞ্চন কুমারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় তিনি বলেন, “সারা দেশের মধ্যে এসএসসি ১৯৯৩ সালের ব্যাচের সদস্যরা ঐক্যবদ্ধ। তারা এখন একটা বৃহত সংগঠনে রূপ নিয়েছে। সমাজের বিভিন্ন ভালো কাজে তারা অংশগ্রহণ করে আসছে। আজকে খুলনা বিভাগের ১০ জেলায় বন্ধুরা একত্রিত হয়েছে। ঐক্যবদ্ধ না থাকলে কোন ভাবেই সম্ভব ছিলো না।”

তিনি আরো বলেন, “এসএসসি ১৯৯৩ ব্যাচের এই সংগঠনটি দীর্ঘজীবি হোক। আগামীতে এদের আরো ভালো কাজ আমরা দেখতে পারবো।” “অনুভূতির ৯৩ বন্ধু” আয়োজন কমিটির সাধারন সম্পাদক ডাক্তার কামাল হোসেনের পরিচালনায় দিনব্যাপি এ অনুষ্ঠান মালায় খুলনা বিভাগের ১০টি জেলা থেকে ৬শতাধিক এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন: