হিন্দুভাইদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে : কামাল উদ্দিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হিন্দুভাইদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে : কামাল উদ্দিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২০, ২০২৪

নিজ সংবাদ ॥ সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে ছাত্র-জনতা দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির।

এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কি রাব্বি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক তৌকির আহমেদ প্রমূখ। এ আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপস্থিত ছাত্র জনতা। এসময় যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, আমাদের সমাজে কিছু কুচক্রি মহল আওয়ামী লীগের দালালরা এখনো ষড়যন্ত্র করে দেশের বিশৃঙ্খলা করতে চাচ্ছে।

আপনারা পাড়া মহলায় ঐকবদ্ধ হয়ে সেই সকল দালালদের প্রতিহত করবেন। হিন্দুভাইদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সামনে দূর্গাপূজা অবশ্যই তাদের নিরাপত্তা দিতে হবে এবং কুচক্রি মহল হামলা করে দেশে যেনো বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা মৃত্যু বরণ করেছেন তারা আমাদের বীর। তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।

বিএনপি নেতা গোলাম কবির বলেন, গত ৫ আগষ্টের পূর্বে বিএনপির লোকজন একত্রিত হতে পারেনি। বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের নানা ভাবে হয়রানী করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে’ আমরা মুক্তি পেয়েছি। সামাজিক ব্যভিচার থেকে শুরু করে নানান ভাবে হামলা মামলা করেছিলো আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতারা। তিনি বলেন, আমরা আজ পর্যন্ত কারো বাড়িতে হামলা তো দুরের কথা উচ্চ আওয়াজে গিয়ে কথা বলিনি। বিএনপি একটি সুশৃঙ্খল দল। পরে দোয়া মাহফিলে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।