হালসা আইডিয়াল স্কুলে বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হালসা আইডিয়াল স্কুলে বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২৫

আজাদ সানি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা আইডিয়াল স্কুলে বর্ণিল আয়োজনে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে অত্র স্কুলের সভাপতি ও হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা। হালসা আইডিয়াল স্কুলের পরিচালক রাশিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আবু দাউদ, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম রবি, এইচপি এগ্রো লিমিটেডের চেয়ারম্যান হারুন-অর রশিদ, বিএনপি নেতা মাসুদ মেম্বার, সোহেল রানা লিটন মেম্বার। এ সময় অভিভাবক সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।