কুষ্টিয়ায় বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান

কুষ্টিয়া সদর উপজেলার বড়ীয়া বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১ মার্চ) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

কুষ্টিয়ায় বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান

কুষ্টিয়ায় বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান
কুষ্টিয়ায় বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ফখরুল ইসলামের (মামুন) সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিদ্দিক ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির সাবেক মহাপরিচালক ড. আখতারুজ্জামান, কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, সিদ্দিক ফাউন্ডেশনের দাতা সদস্য প্রকৌশলী সামছুল ইসলাম সিদ্দিক (মাসুম), ডা. মিয়া আবু তালেব সিদ্দিক, ডা. হুসনা বানুসিদ্দিক, জাকিয়া সিদ্দিক ও কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইসলামি ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নবীনূর রহমান খান প্রমুখ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দি নার্গিস অ্যান্ড মান্নান মেরিট স্কলারশিপের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।

অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু ভালো ফলাফল করেছে এমন মোট ২১ জন শিক্ষার্থীর হাতে এই শিক্ষা বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলী মরহুম কামরুল ইসলাম সিদ্দিক প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষিত করে গড়ে তুলতে ১৯৯৫ সালে বড়ীয়ায় মায়ের নামে এই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

আরও পড়ুন:

Leave a Comment