হানিফ ও তার চাচাতো ভাই আতার আস্থাভাজন অপকর্মের সম্রাট শাহজালাল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হানিফ ও তার চাচাতো ভাই আতার আস্থাভাজন অপকর্মের সম্রাট শাহজালাল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৮, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল অপকর্মের সম্রাট বলে জানিয়েছেন তার নিজ এলাকা উদিবাড়িবাসী। পর পর দুইবার কুষ্টিয়া পৌর ১৮নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে মাদকের আড্ডা, ভয় দেখিয়ে জমি দখল, প্রভাব খাটিয়ে সরকারী জমি দখল, নারী ব্যবসা ও নিজের ছোট ভাইকে দিয়ে ইয়াবা ও ফেন্সিডেল ব্যবসা করিয়ে এখন তিনি সকল অপকর্মের সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠত করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ ও তার চাচাতো ভাই সদর উপজেলা চেয়ারম্যান আতার আস্থাভাজন হিসেবে পরিচিত পায় কাউন্সিলর শাহজালাল। এরপর থেকে কাউন্সিলর শাহজালাল তার জুয়ার পাটনার উদিবাড়ি হলদার পাড়ার নরোত্তম রাজবংশী নিয়ে একের পর এক চাঁদাবাজি, খাস জমি দখল, মালিকানা জমি দখল, টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অন্যায় ও অপরাধের আপোষ মিমাংসা, থানায় দালালী সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নির্দ্বিধাই করে যেতেন তিনি।

নাম গোপন রাখার স্বত্তে উদিবাড়ির কয়েকজন জানান, কাউন্সিলর শাহজালাল জুয়ার পাটনার নরোত্তম ছেলে নয়ন কুমার রাজবংশীকে সংখ্যালঘু কোটায় এমপি হানিফের মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরীর ব্যবস্থা করে। নয়নের আরেক প্রতিবেশী জিয়া জানিয়েছেন,নরোত্তম ছেলে নয়নের মাধ্যমে নয়ন নিজের বাবা-মাকে ভূমিহীন দেখিয়ে তাদের নামে উদিবাড়ি কলোনিতে ১ বিঘা ৬ কাঠা ও ২ বিঘা ৯ কাঠার দুটি জমি (এনিমি সম্পত্তি) লিজ নিয়েছিলেন।

যার একটি জমি দখলস্বত্বে বিক্রি করে বেশ কয়েকটি হতদরিদ্র পরিবারের থেকে ৩০ লক্ষ টাকার উপরে হাতিয়ে নিয়েছেন নয়ন ও তার বাবা নরোত্তম রাজবংশী। আর এই লিজ নেওয়া জমি বিক্রির কাজে সহযোগিতা করে মোটা অংকের টাকা কমিশন হিসেবে হাতিয়ে নিয়েছেন কাউন্সিলর শাহজালাল। উদিবাড়ির কোলনী পাড়ার ক্যানাল ধারের এক বাড়িতে প্রায় প্রতি রাতে নারী নিয়ে মাদকের আড্ডা বসান এই লম্পট কাউন্সিলর শাহজালাল। স্বৈরাশাষক হাসিনার পতনের পর এলাকাবাসীরা আস্তে আস্তে মূখ খুলতে বসেছে। আরও অনেকে এই লম্পট ও মাতাল কাউন্সিলর শাহজালাল দ্বারা নির্যাতিত বলে জানিয়েছেন স্থানীয়রা।