মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আবদুর রউফ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি’র ঢাকাস্থ কাওরান বাজার বিটিএমসি ভবনের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই সংসদ সদস্য কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, তথ্যপ্রযুক্তিবিদ ও আওয়ামীলীগ নেতা সুফি ফারুক ইবনে আবুবকর, আওয়ামীলীগ নেতা আলতাফ মাহমুদ,আসাদুল ইসলাম সোলেমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, চাপড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হাসান রিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার সহ অন্যন্য নেতৃবৃন্দ।
