বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শহরের পাঁচ রাস্তার মোড়ে সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ ছাত্র জনতার উদ্যোগে গায়েবানা জানাজার পাশপাশি ওসমান বিন হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা নামাজে ইমামতি করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।
জানাজা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। জানাজা ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সর্বস্তরের ছাত্রজনতা বলেন,হাদি ছিলেন একজন প্রকৃত যোদ্ধা। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে তার গভীর উপলব্ধি দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এসময় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরার পাশাপাশি শহীদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
