বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া সদরের ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহাবুব আলম বিশু ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ সাদ আহমেদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এবং সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহিদুজ্জামান শিপন। পরে স্থানীয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, আল্লাহর কাছে একটাই চাওয়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমাদের নেত্রী সংসারের কথা ভাবেননি, সন্তানের কথা না ভেবে, কর্তব্যের আহব্বানে সাড়া দিয়ে, জনগণের কল্যানে কাজ করে গেছেন। মানুষের চাহিদার পরিপেক্ষিতে একজন গৃহবধু, রাস্তায় এসে এদেশের মানুষের চাহিদা পূরনের জন্য সংগ্রাম করেছেন। দীর্ঘ ৯টি বছর কারাগারে বন্ধিত্ব বরণ করেছেন, নিপিড়ন নির্যাতনের স্বীকার হয়েছেন। তিনি কর্তব্যের জায়গা থেকে একচুল পিছু হাটেন নি।
অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। বিগত সময়ে স্বৈরাচার এরশাদ সরকারের সাথে আপোষ না করায় তাকে আপোষহীন নেত্রী বলা হয়। তারই পুরস্কার স্বরুপ ১৯৯১ সালে জনগন বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসেন। উনি প্রথম নারী, যিনি শিক্ষাবৃত্তি চালু করেন, যে শিক্ষাবৃত্তি বর্তমানে শিক্ষার্থীরা পেয়ে থাকেন। বাংলাদেশের মধ্যে স্বচ্ছ রাজনীতিবীদ যদি কেউ থেকে থাকে তিনি হলেন বেগম খালেদা জিয়া। আজ আমরা একটা গভীর চিন্তায় আছি, কারন তিনি অসুস্থ। সকলে তার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিবেন। এ
ছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা দেখেছি অন্যায়, মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক রাখা হয়েছিলো। তাঁর মৌলিক মানবাধিকার ক্রমাগত লঙ্ঘিত করা হয়েছে। তবুও তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে দৃঢ়চিত্তে সমস্ত নিপীড়ন সহ্য করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি জাতীয় আশা, গণতন্ত্রের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের আলোকবর্তিকা। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশ ও গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আমরা চাই দেশনেত্রী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি একজন সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল কর্মী হিসেবে প্রতিজ্ঞা করছি, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আশাকরি আগামী নির্বাচনে মানুষ আমাদের সঙ্গে থাকবে এবং জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে।
