কুমারখালী প্রতিনিধি ॥ নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদই হোক প্রতিশোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন সিঙ্গার প্লাজার দোতালায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি ও কুষ্টিয়া জর্জ কোর্টের সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহম্মদ। তিনি বলেন, দলের দুর্দিনে যারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে সুবিধা নিয়েছেন। দলের নির্দেশনা অমান্য করে ভোট করেছেন। সেসমস্ত হাইব্রিড নেতাদের দলে ঠাই নেই। আপনারা পুনরায় মেশার চেষ্টা করবেন।
তিনি আরো বলেন, যারা ফ্যাসিবাদী সরকারের জুলুম অত্যাচার সহ্য করে রাজপথে ছিলেন। হামলা মামলার শিকার হয়েছেন। আন্দোলন সংগ্রামে ছিলেন। সেসমস্ত ত্যাগিদের মূল্যায়ন করা হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনে ব্যর্থ বিএনপি। বিএনপি যা পাড়েনি। তা করে দেখেছিয়েছে ছাত্র জনতা। সুতরাং সকল প্রকার হামলা, লুটপাট, চাঁদাবাজি থেকে দুরে থাকুন। দেশ ও দেশের মানুষকে ভালবাসুন। সবাই ঐক্যবদ্ধ হন। সুন্দর বাংলাদেশ গড়ে তোলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, জেলা বিএনপির সদস্য খোন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, স্বেচ্ছাসবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
