হরতাল ডেকে মাঠে নেই বিএনপি জামায়াত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি জামায়াত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৯, ২০২৩
হরতাল ডেকে মাঠে নেই বিএনপি জামায়াত

কুষ্টিয়া কুমারখালীতে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল চলছে। তবে দিনের শুরুতে এখন পর্যন্ত হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। অন্যান্য দিনের মতোই চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। তবে অন্য দিনের তুলনায় কিছুটা কম।

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি জামায়াত

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি জামায়াত

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি জামায়াত

উপজেলা জুড়ে হরতালের কোন প্রভাব নেই। দুর পাল্লার বাস বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন সকাল থেকে চলছে। শহরের মধ্যে দোকানপাট সকাল থেকে খোলা রয়েছে। বিএনপির কোনো নেতা কর্মীদের দেখা না গেলেও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শহরের মধ্যে মিছিল করতে দেখা গেছে।

বিভিন্ন এলাকার ঘুরে দল দুটির কোনো নেতাকর্মীকে সড়কে দেখা যায়নি। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুমারখালীর বিভিন্ন এলাকা ঘুরে এ ধরনের চিত্র দেখা গেছে।

কাপুড় ব্যবসায়ী আনোয়ার বলেন, হরতাল শুধু নামেমাত্র। যদিও বাসায় থাকাকালীন কিছুটা ভয়ে ছিলাম যে কী হয়, না-হয়। রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি আছে কোথাও কোনো সমস্যা নেই।

কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় হোসেন ইসলাম এর সঙ্গে, রাস্তার পরিবেশ অন্যান্য দিনের মতোই। যদিও সকাল সকাল যানবাহন কিছুটা কম, তবে কোন ধরনের অপ্রীতিকর কিছুই এদিকে ঘটতে শোনা যায়নি। এক কথায় হরতাল চললেও সড়কে হরতালের কোনো আমেজ দেখা যায়নি।

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি জামায়াত

কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তিনি বলেন আমরা এই হরতাল মানি না সাধারণ মানুষ হরতালের বিরুদ্ধে। বিএনপি জামায়াতের সকল ধরনের নাশকতার বিরুদ্ধে আমরা রাজপথে আছি।

এর আগে ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সাথে পুলিশের ব্যাপক সহিংসতা হয়। দফায়-দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক দলের বহু কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয় পুলিশ বক্স, গাড়ি। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের গেট, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। রক্ষা পায়নি গণমাধ্যমের যানবাহনও। আটক করা হয়েছে বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মীকে।