ভেড়ামারায় শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ ছাত্রলীগ, যুবলীগ।

ভেড়ামারায় শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
২৪মে বুধবার সকাল সাড়ে ১১টার সময় ভেড়ামারা শহরে বিক্ষোব মিছিল ও পরে স্থানীয় বাস ষ্ট্যান্ড শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন, হাজী জাকির হোসেন বুলবুল কোষাধাক্ষ ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার কবির শোভন,যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ, মাহবুব হাসান নবাব সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য , গত ১৯ মে,সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা কে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ,ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে।
