ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১২, ২০২৩
ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় নিহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

শনিবার বেলা ১১টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামিমুল ইসলাম ছানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক জয়দেব বিশ্বাস, নিহত সঞ্জয়ের স্ত্রী বীথি রানী দে, বাবা দুলাল প্রামাণিক, ভাই সম্পদ প্রামাণিকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ ও এলাকাবাসীরা বক্তব্য রাখেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় বক্তারা অবিলম্বে সঞ্জয় কুমার প্রামাণিক হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন।

উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মন্দিরের কমিটি নিয়ে বেশকিছুদিন ধরে সঞ্জয় কুমার প্রামানিক ও যুবজোট নেতা মুস্তাফিজুর রহমান শোভনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ০২ আগষ্ট বুধবার রাত ১১ টার দিকে ভেড়ামারা শহরে গোডাউন মোড় এলাকায় সন্ত্রাসীদের হামলায় সঞ্জয় কুমার প্রামানিক গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়। মাথায় গুরুতর আঘাত পাওয়া সঞ্জয় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ০৯ আগষ্ট ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জয়য়ের মৃত্যু হয়।

এঘটনায় নিহতের স্ত্রী বীথি রানী দে জাসদ যুবজোটের জেলা কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন। পুলিশ প্রধান আসামী শোভনসহ এজাহারভুক্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: