খাজানগর এলাকায় নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ গৃহবধূ
গেল ২৬ মার্চ সকাল থেকে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সৌদী প্রবাসী আলিম এর স্ত্রী মোছাঃ মিম খাতুন।

খাজানগর এলাকায় নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ গৃহবধূ
গণমাধ্যমের কাছে সৌদি প্রবাসী আলিম বলেন তার স্ত্রীর সাথে কোন প্রকারের বাক-বিতণ্ডা ঝগড়াঝাটি ছাড়াই হঠাৎই তার স্ত্রীর সাথে গত পাঁচ দিন যাবত যোগাযোগ না করতে পেরে দিশেহারা হয়ে আছেন তিনি।
এদিকে মিম খাতুনের বাবার সাথে ফোন কলে যোগাযোগ করে জানা যায় তার (মিম) এর মা একজন সৌদি প্রবাসী এবং বাবা কোন এক কুরিয়ার সার্ভিস কোম্পানিতে গাড়ির চালক হিসেবে নিয়োজিত আছেন।
এ কারণে প্রবাসী স্ত্রী মিম খাতুন তার নানি বাড়িতে মামা খালা এবং নানা-নানীর সাথে বসবাস করেন।
বিবাহের গত দুই বছর ধরে তাদের সম্পর্ক ভালোই চলে আসছিল।
সৌদি প্রবাসীর আলিমের সাথে কথা বলে জানা যায় তার স্ত্রীকে সৌদিআরবে নিয়ে যাওয়ার জন্য তার পাসপোর্ট ইতিমধ্যেই প্রস্তুত করেছে এবং ভিসা প্রক্রিয়াধীন রয়েছে।

সৌদি প্রবাসী আলিম এবং মিম খাতুনের বাবার সাথে কথা বলে জানা যায়, তাদের সাথে কারো এমন কোন শত্রুতা নেই যে,তারা মিম খাতুনকে অপহরণ অথবা গুম করতে পারে এজন্য তারা কাউকে সন্দেহ করছে না।
তবে কারো কথাই বা প্রতারণায় প্রোরোচিত হয়ে বাড়ি থেকে নিখোঁজ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মিম খাতুন এর বাবা ও নিকট আত্মীয়।
তাকে খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন এবং কেউ সন্ধান দিতে পারলে তাকে যথাচিত সন্মানি ও পুরস্কার দেবেন বলেও জানান সৌদি প্রবাসী আলীম।
যোগাযোগ +৮৮০১৬০৮২১৬৪২৬
