বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির যাত্রা শুরু
মঙ্গলবার (১৮জুলাই) কুষ্টিয়া সরকারী কলেজের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির যাত্রা শুরু
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শত শত নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানান কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ইয়াছির আরাফাত তুষার ও সাধারণ সম্পাদক মানব চাকী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এর আগে রাজবাড়ী টু কুষ্টিয়া সড়কের আলাউদ্দিন নগর নামক স্থানে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকরা মোটরসাইকেল যোগে গিয়ে ফুল দিয়ে বরণ করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে।
কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন হোসেন বলেন, দীর্ঘদিন পরে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সুন্দর একটি কমিটি হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী বলেন- দীর্ঘ ১২ বছর পরে সম্মেলনের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট সুন্দর একটি কমিটি উপহার দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাব। এছাড়া কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব ।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদশর্কে বুকে ধারণ করে রাজনীতি করতে চাই। খোকসা টু দৌলতপুরের স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে সাথে করে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য রাজপথে থেকে কাজ করে যাব। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
![]()
পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির সহ-সভাপতি আলিফ হোসেন, সোহেল আহমেদ, সুবিন আক্তার, আশিক রহমান উচ্ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক মমিন, সাংগঠনিক সম্পাদক প্রীতম মজুমদার।
উল্লেখ্য, গত ১৪ জুলাই ইয়াছির আরাফাত তুষারকে সভাপতি এবং মানব চাকীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।
