ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতির নিন্দা ও প্রতিবাদ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতির নিন্দা ও প্রতিবাদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৫, ২০২৩
ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতির নিন্দা ও প্রতিবাদ

গত বুধবার ২ আগস্ট আনুমানিক রাত ১১টার সময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন ও তার পোষ্য ক্যাডার বাহিনীর লোকজন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন এবং শ্যামল’কে উপজেলার গোডাউন মোড় থেকে পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে গুলি করেন।

ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতির নিন্দা ও প্রতিবাদ

ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতির নিন্দা ও প্রতিবাদ

ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতির নিন্দা ও প্রতিবাদ

গোলাগুলির সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক পায়ে ও হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। এরপর শোভন ও তার পোষ্য ক্যাডার বাহিনীর লোকজন তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। বর্তমানে সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

স্বেচ্ছাসেবকলীগ সঞ্জয়কে হত্যার চেষ্টার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। তিনি জাতীয় সমাজিতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের ক্যাডার বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সবিনয় অনুরোধ জানাই।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন- রাজনীতির নামে জাতীয় সমাজিতান্ত্রিক দল (জাসদ) যুবজোট দীর্ঘদিন ধরে ভেড়ামারা উপজেলায় ত্রাসের সম্রাজ্য কায়েম করতে চাই। বর্তমান আওয়ামীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নে কালিমা লেপন করতে ভেড়ামারা উপজেলাসহ আশেপাশের এলাকায় মরিয়া হয়ে উঠেছে জামায়াত-বিএনপি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত-বিএপি’র সাথে যোগ দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মি ও ক্যাডার বাহিনী। তাই উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদেকে রোধ করার জন্য উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের আহবান জানান। সেইসাথে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবকলীগ নেতাদের দ্রুত সুস্থ্যতা করেন।

আরও পড়ুন: