কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমলায় ওয়েষ্টার্ণ ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ার (প্রাঃ) লিমিটেডে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসের নেতৃত্বে ডাঃ মাহমুদুল হক সহ ৭ সদস্যে একটি দল রোববার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এ সময়ে তিনি বিভিন্ন বয়সের প্রায় শতাধিক রোগীর ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

স্বাস্থ্য ক্যাম্পটি সার্বিকভাবে সহযোগিতা করেন ওয়েষ্টার্ণ ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের এমডি আলহাজ্ব বশির আহমেদের পক্ষে আসাদুল হক মিল্টন।
আরও দেখুনঃ
