স্বাধীনতা বিরোধীরা দেশে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে: এমপি কামারুল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্বাধীনতা বিরোধীরা দেশে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে: এমপি কামারুল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (৩১ জুলাই) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা

নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম।

এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল ইসলাম, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবীবুল্লাহ, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাদশা জাহাঙ্গীর, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কামারুল আরেফিন বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা চায়নি এদেশ স্বাধীন হোক, তারা দেশের উন্নয়ন দেখে ঈর্শ্বান্বিত। সেই স্বাধীনতা বিরোধীরা দেশে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সকল জনপ্রতিনিধিরা যদি সজাগ দৃষ্টি রাখেন। জঙ্গীবাদী সন্ত্রাসীদের সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন। তাহলে জামাত-শিবির রাজাকারেরা কোনভাবেই নাশকতা চালিয়ে দেশকে ধংস করার পায়তারা করতে পারবেনা।