স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন : এমপি কামারুল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন : এমপি কামারুল  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের কামরুল আরেফিন এমপি একথা বলেছেন, তিনি আরো বলেন, তিনি (ইনু) খুব ভালোভাবে জানেন স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর, আল-শামস বাহিনীকে কিভাবে মুজিব কোটের ভিতরে লুকিয়ে রাখতে হয়। গতকাল রবিবার (৭ ই এপ্রিল) ভেড়ামারা সরকারি মহিলা কলেজে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার শাডড়, লুঙ্গি বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথাগুলো বলেন। জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে জড়ানোর ব্যাপারে তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেন, আমরা হত্যার রাজনীতি করি না, হত্যাকে আমরা ঘৃণা করি। আমি ওসি সাহেবকে ফোন করেছি আসামী ধরার জন্য। আমি জাসদের  সাংগঠনিক সম্পাদক স্বপনকে ফোন করেছি সহযোগিতার জন্য । কিন্তু দুর্ভাগ্যজনক তাদের নেতা (ইনু) যিনি খুনের রাজনীতির সাথে জড়িত বঙ্গবন্ধুর সময় থেকে, এমনকি জনশ্র“তিতে আছে তিনি ইনডাইরেক্ট ভাবে বঙ্গবন্ধুর খুনের সাথে জডড়ত, সেই নেতার মুখ থেকে ভালো কথা কখনো আশা করা যায় না। আওয়ামী লীগের কর্মীদেরকে ঘরকাটা ইদুর বলার ব্যাপারে তিনি বলেন, ইঁদুর তো উনি পনেরোটা বছর চারজনকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে কুড়ে কুড়ে খেয়েছেন। এখন আর সে সুযোগ পাচ্ছেন না।