কুষ্টিয়া সীমান্তে স্বর্ণের বার আটক করেছে বিজিবি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে স্বর্ণের বার আটক করেছে বিজিবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৩, ২০২৩
কুষ্টিয়া সীমান্তে স্বর্ণের বার আটক করেছে বিজিবি

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান করার সময় কুষ্টিয়া সীমান্তে ১২টি বার, দ্বিখন্ডিত মোট ২৪ স্বর্ণের বার আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

কুষ্টিয়া সীমান্তে স্বর্ণের বার আটক করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে স্বর্ণের বার আটক করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে স্বর্ণের বার আটক করেছে বিজিবি

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৩ জুলাই ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আরিফুল হক, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এবং ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর পরিকল্পনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে রামকৃষ্ণপুর বিওপির টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৫৭ হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নীচপাড়া মাঠের এক পার্শ্বে এ্যাম্বুশ করে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আনুমানিক ৭ ঘটিকায় ০১ জন ব্যক্তি বাই সাইকেলযোগে নীচপাড়া মাঠ দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে উক্ত ব্যক্তি সাইকেল ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ বিজিবি সদস্যগণ উপস্থিত জনসাধারণের সম্মূখে বাইসাইকেলটি আটক ও তল্লাশি করে দেখতে পায় যে, বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভিতরে কাপড়ে মোড়ানো ১.৩৯৮ কেজি স্বর্ণ (১১৯.৮৫৫ ভরি, ১২টি বার, দ্বিখন্ডিত মোট ২৪ টুকরা) রয়েছে।

আটককৃত স্বর্ণ ও বাইসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১,১৯,৮৩,৫১৪/- (এক কোটি উনিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশত চৌদ্দ টাকা)।

পরবর্তীতে নীতিমালা অনুযায়ী কুষ্টিয়া দৌলতপুর থানায় সাধারণ ডাইরী করার কার্যক্রম এবং বর্ণিত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: