স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৯, ২০২৩
স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতি বছরের ন্যায় স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপির সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ছয় বছর ধরে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অতিবাহিত হয়ে আসছে।

স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রবিবার ৯ই জুলাই দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের নতুন নির্মিত সড়কে দু-পার্শে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠন এছাড়া পাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক তাশফীন আব্দুল্লাহ এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ও স্বপ্নছায়ার অন্যতম সংগঠক শাহরিয়ার আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় তাশফীন আব্দুল্লাহ বলেন, ছাতারপাড়ার এই সড়কটি নতুন নির্মিত হয়েছে সড়কের দু’পাশে বৃক্ষরোপন করলে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে ও পরিবেশবান্ধব হবে। আমরা গত ৬ বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্দেশ্য প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলেই বেশি বেশি গাছ লাগান এবং প্রকৃতির উপর যত্নশীল হন।

এছাড়া, স্বপ্নছায়ার এই বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম আরো বৃহৎ আকারে বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

আরও পড়ুন: