র্যাবের সফল অভিযানে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
কুষ্টিয়া সিপিসি – ১, র্যাব – ১২ এবং র্যাব – ৩ এর সফল যৌথ অভিযানে নিজ স্ত্রী’কে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আব্দুল জব্বার ওরফে পঞ্চত আলী (৬৪) কে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামনগর এলাকা থেকে আটক করা হয়েছে । আটক জব্বার আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া বাজার এলাকার বাগু মন্ডলের পুত্র ।

র্যাবের সফল অভিযানে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
জানা যায়, যৌতুকের টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে গত ২৩ শে জুলাই ২০১৩ ইং তারিখে রাতে আব্দুল জব্বার ওরফে পঞ্চত আলী তার স্ত্রী ছাপাতন নেছাকে পূর্ব পরিকল্পিত ভাবে গলায় কাপুড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যার করার পর মৃতদেহ নিজ বাড়ীর অদূরে একটি বাঁশ বাগানে ফেলে রাখে ।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহত ছাপাতন নেছা’র ভাই বাদী হয়ে ২৩ শে জুলাই ২০১৩ ইং তারিখে কুষ্টিয়ার দৌলতপুর থানায় পেনাল কোডের ৩০২ ধরায় হত্যা মামলা দায়ের করেন । যার মামলা নং – ৩৭ (জিআর নং – ২৩৯/১৩) । মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ২১ শে এপিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত – ১ এর বিচারক আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন আমুত্যু সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং সেই সাথে পঁচিশ হাজার টাকা জরিমানাও করেন ।
র্যাব সূত্রে জানা যায়, পলাতক সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জব্বার ওরফে পঞ্চত আলীকে গ্রেফতারের বিষয়ে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী জোরদার করে এবং ২০ শে জুন মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামনগর এলাকা হতে আত্নগোপনে থাকা অবস্থায় আসামীকে গ্রেফতার করা হয় ।
![]()
র্যাব সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকলেও আসামী নতুন কোন অপরাধের সাথে সমপৃক্ত ছিলেন না । গ্রেফতারকৃত আসামীকে আদলতে প্রেরণ করা সহ পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন র্যাব -১২, সিপিসি -১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান ।
