মিরপুর প্রতিনিধি ॥ বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্রী উম্মে ফাতেমাকে ধর্যণ ও নির্যাতন করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মিরপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। নিহত ফাতেমার বাবা খন্দকার সাইফুল ইসলাম বলেন আমার মেয়েকে সন্ত্রাসীরা অপহরণ করে নির্মমভাবে হত্যা করে এ ব্যাপারে আমি মিরপুর থানায় মামলা করতে গেলে তৎকালীন ওসি গোলাম মোস্তফা আমার দেওয়া মামলা না নিয়ে তার লিখিত এজাহারে আমাকে স্বাক্ষর করতে বাধ্য করে।
ততকালীন আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন ও পৌরসভার মেয়র এনামুল হাজীর নির্দেশে ওসি আমার মামলা না নিয়ে তদন্তের নামে প্রহসন করেছে। আমি হত্যাকাণ্ডে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার পূর্বক শাস্তি দাবী করছি। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত ফাতেমার মা, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি যুবদল নেতা গোলাম কিবরিয়া ও আরও অনেকে। উল্লেখ্য ২০২১ সালের ১৩ জুলাই কিশোরী উম্মে ফাতেমাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে ভাঙ্গা বটতলা মাটের পাট ক্ষেতের ভিতরে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে, রিপোর্টে জানা যায় তাকে গণধর্ষণ করে ও ছুরি দিয়ে সারা শরীরে কুপিয়ে হত্যা করা হয়।
