কুমারখালীতে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে মতবিনিময় সভা
কুমারখালীতে ঝড়ে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে সরকারি কর্মকর্তা, গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে মতবিনিময় সভা
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, কুমারখালী সরকারি কলেজের অধ্যাপক জিল্লুর রহমান মধু। সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন ও স্বাগত বক্তব্য দেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন।

এ সময় তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে ঝড়ে পড়া ৫১৭ জন মেয়ে শিশুর মধ্যে ৩৬৬ জনকে স্কুলে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
